National Defence Course (NDC)-2017 2017 ২০১৭ প্রতিনিধিদলের বিজিএমইএ’র নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ

P-News

মেজর জেনারেল এস এম সাইফুদ্দীন আহমেদ এনডিইউ, পিএসসি এর নেতৃত্বে ঘধঃরড়হধষ উবভবহপব ঈড়ষষবমব ইধহমষধফবংয এ প্রশিক্ষনরত ঘধঃরড়হধষ উবভবহপব ঈড়ঁৎংব (ঘউঈ)-২০১৭ এর একটি প্রতিনিধিদল আজ বিজিএমইএ অফিসে বিজিএমইএ’র নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করেন। ছবিতে মেজর জেনারেল এস এম সাইফুদ্দীন আহমেদ এনডিইউ, পিএসসি কে বিজিএমইএ সভাপতি জনাব মোঃ সিদ্দিকুর রহমান এর  হাতে ক্রেষ্ট তুলে দিতে দেখা যাচেছ। পাশে অন্যান্যদের মধ্যে বিজিএমইএ’র সিনিঃ সহ-সভাপতি জনাব ফারুক হাসান, সহ-সভাপতি (অর্থ) জনাব মোহাম্মদ নাছির ও পরিচালক জনাব ইকবাল হামিদ কোরেশি (আদনান) ও পরিচালক জনাব আ.ন.ম. সাইফুদ্দীনকে দেখা যাচ্ছে।

Leave a Reply

*